উত্তরদিনাজপুর

ফুটবল বিশ্বকাপের আবহের মাঝে, ইসলামপুরে ক্রীড়া সভার আয়োজন

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা ক্রীড়া ভবনে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে একটি ক্রীড়া সভার আয়োজন করা হয়। শুক্রবার সভায় উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা ক্রীড়া সংস্থা চিপ পেট্রন এবং ইসলামপুরের বিধায়ক তথা পুরপ্রধান কনাই লাল আগরওয়াল সহ ইসলামপুর মহকুমা ক্রীড়া সংস্থার সভাপতি রাজকুমার পাল, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সুদীপ বিশ্বাস সহ আরো অনেকেই।

জানা যায়, এদিনের সভার মধ্য দিয়ে উঠে আসে আগামী দিনে জেলা ও মহকুমা ক্রীড়া সংস্থার মধ্যে তাল মিলিয়ে আগামী দিনে খেলার বিকাশ ঘটানো। এই দিনের সভা শেষে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সুদীপ বিশ্বাস জানান, জেলার খেলাধূলোর মান উন্নয়নের জন্য এক সাথে মিলে কাজ করা হবে। যাতে আমাদের জেলা থেকে বিভিন্ন প্রতিভা বেড় করে আনা যায়। এখোন ফুটবল বিশ্বকাপ নিয়ে মাতোয়ারা সারা দেশ। আগামীতে ফুটবল খেলার দিকে বেশি নজর দেওয়া হবে। জেলায় প্রজেক্টারের মাধ্যমে ফুটবল খেলা দেখানো হবে। যাতে সাধারন মানুষজন উৎসাহিত হন।

এই বিষয়ে জেলা ক্রীড়া সংস্থা সভাপতি সুদীপ বিশ্বাস বলেন, যদি ইসলাম পুরের খেলাধুলার উন্নতি হয় তবে আমাদের জেলার উন্নতি হবে বলে তিনি মনে করেন।